আসামে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ স্থানীয়দের, নিহত দুই

নিজস্ব সংবাদদাতা,টিডিএন বাংলাঃ আসামের দরং জিলার গরুখুটি এলাকায় উচ্ছেদ অভিযানে নামে আসাম পুলিশ। অভিযানের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এলাকার মানুষ। এই ঘটনায় নিহত হয়েছেন দুইজন স্থানীয় বাসিন্দা। এর জেরে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় গোটা এলাকায়। পুলিশ এবং প্রতিবাদকারীদের মধ্যে প্রচন্ড ভাবে আক্রমণের ঘটনা ঘটে কয়েক দফায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পুলিশকে গুলি চালাতে হয় বলে পুলিশের দাবি। জনা গিয়েছে পুলিশের গুলিতে সাদ্দাম হোসেন ও শেখ ফরিদ নামের দুই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপরদিকে ৯ জন পুলিশ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পর সমগ্র আসামে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভূমিহীনদের পুনর্বাসন ব্যবস্থা না করে সরাসরি উচ্ছেদ অভিযান চালিয়ে অমানবিক কাজ করেছে বলে অভিযোগ তুলেছেন সমাজ কর্মীরা। এখনো পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। আসাম পুলিশের মহানির্দেশক এর নির্দেশে ঘটনাস্থলে প্রচুর পুলিশ এবং সি আর পি এফ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ অধিকারীরাও। পুলিশ সুপার সুশান্ত বিশ্ব শর্মা বলেন, “আমাদের ৯ জন পুলিশ আহত হয়েছেন। দুই জন বেসামরিক নাগরিকও আহত হয়েছেন। তাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।” আসাম পুলিশের বর্বরতার প্রতিক্রিয়া জানাতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আসামের বিজেপি সরকারকে উদ্দেশ্য করে ট‍্যুইট করেন, “আসাম সরকারের পৃষ্ঠপোষকতায় আগুন জ্বলছে রাজ্যে। ” তিনি আরও বলেন, “আমাদের ভাই বোনদের সাথে একাত্মতা জানাচ্ছি, ভারতের কোনও সন্তানই এর যোগ্য নয়।” সোমবার উচ্ছেদ অভিযানের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ট‍্যুইট করেছিলেন, “৮০০ পরিবারকে উচ্ছেদ করে প্রায় ৪৫০০ বিঘাকে ছাড়পত্র দেওয়ার জন্য আমি দরং এবং আসাম পুলিশের জেলা প্রশাসনকে অভিনন্দন জানাই।”