HighlightNewsদেশ

মহারাষ্ট্রে ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো লকডাউন; জারি রয়েছে নাইট কারফিউ

টিডিএন বাংলা ডেস্ক: করনা ভাইরাসের সংক্রমণ রুখতে মহারাষ্ট্রে ৩১জানুয়ারি পর্যন্ত লকডাউন এর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। পাশাপাশি সরকারের পক্ষ থেকে নতুন বছর উদযাপন করার জন্য রাজ্যবাসীকে ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে আসা সার্কুলারে রাজ্যবাসীর উদ্দেশ্যে, সমুদ্রতট, উদ্যান বা রাস্তায় না বেরিয়ে বাড়িতেই সাধারণ উপায় নতুন বছরকে স্বাগত জানানোর অনুরোধ করা হয়েছে। বিশেষত ১০ বছরের ছোট শিশুদের এবং ৬০ বছরের বেশি বয়সি মানুষদের করোনা অতিমারীর কথা মাথায় রেখে বাড়ির বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, রাজ্যে করোনার সংক্রমণ রুখতে কিছু জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ৩১ জানুয়ারি পর্যন্ত লকডাউন এর সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে। এর পাশাপাশি রাত ১১ টা থেকে সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে নাইট কারফিউ। তবে যে সমস্ত বিষয়গুলিতে বিভিন্ন সময়ে অনুমতি দেওয়া হয়েছে সেগুলি বহাল থাকবে। প্রসঙ্গত গত মাসেই মহারাষ্ট্রে উপাসনালয়গুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের কয়েকটি অংশে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল শুরু হয়েছে।

Related Articles

Back to top button
error: