HighlightNewsদেশ

লোকসভা ৩ এপ্রিল পর্যন্ত মুলতবি: দলীয় বৈঠকে যোগ দিতে সংসদে রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: দ্বাদশতম দিনেও সংসদের কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথেই মুলতবি করা হয়। রাজ্যসভা দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়েছে, লোকসভা প্রথমে দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয়, তারপর ৩ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। লোকসভায় কংগ্রেস সাংসদরা ‘গণতন্ত্র বাঁচাও’ পোস্টার দেখান এবং স্পিকারের সামনে কালো কাপড় প্রদর্শন করে প্রতিবাদ করেন।

এরপর, কংগ্রেস সংসদের সিপিপি হলে উভয় কক্ষের সাংসদদের একটি বৈঠক ডাকে। ওই বৈঠকে অংশগ্রহণ করতে সংসদে পৌঁছন রাহুল গান্ধী। তিনি এখানে আধঘণ্টা থাকেন এবং মা সোনিয়া গান্ধীর সঙ্গে একটি গাড়িতে রওনা হন। এর আগে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংসদে তাঁর চেম্বারে বিরোধী দলগুলির বৈঠক ডাকেন। এদিনও কংগ্রেস নেতারা কালো পোশাক পরে সংসদে আসেন।

বৈঠকের পরে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই দুর্নীতিবাজ। যারা এই দেশকে লুট করেছে, তাদের কিছু বলছেন না। এমন ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। জেপিসি গঠন করা হচ্ছে না। তাহলে কি প্রধানমন্ত্রী দুর্নীতিবাজদের সঙ্গে হাত মিলিয়েছেন?

খাড়গে আরও বলেন, কর্ণাটকে ৪০% সরকার রয়েছে এবং বিজেপি তা আয়ত্ত করেছে। যে বিধায়কদের কাছ থেকে ৮-১০ কোটি টাকা উদ্ধার করা হয়েছিল তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এখানে বিরোধী দলের কোনো নেতার বাড়ি থেকে টাকা পাওয়া গেলে সেটাকেই বড় ইস্যু করে তোলে বিজেপি। ইডিকে ডেকেছে বিজেপি।

Related Articles

Back to top button
error: