HighlightNewsদেশ

সেন্ট্রাল ভিস্তার জন্য সরাতে হবে প্রচুর গাছ, চিন্তায় আমলারা

টিডিএন বাংলা ডেস্ক : প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট সেন্ট্রাল ভিস্তার কাজ থমকে। বাধা টাকা নয়। বাধা হয়ে দাঁড়িয়েছে ১,৭৩৪ টি বড় বড় গাছ। প্রজেক্টের কাজ এগিয়ে নিয়ে যেতে, সেগুলো দ্রুত স্থানান্তরিত করা দরকার। কিন্তু এতগুলো গাছ কোথায় সরানো হবে? ভাবাচ্ছে আমলাদের। এই সমস্যা থেকে বেরোতে সম্প্রতি কেন্দ্রের উচ্চপদস্থ কর্তারা একটি বৈঠকে বসেন। সিদ্ধান্ত হয়েছে, দিল্লির বদরপুর এলাকার খালি জায়গায় ১,৫০০ গাছ স্থানান্তরিত করা হবে। এই নিয়ে দিল্লি সরকার ও পরিবেশ মন্ত্রকের সঙ্গে কথাবার্তা হয়েছে। বাকি থাকছে ২৩৪টি গাছ। তাদের কোথায় রাখা হবে?
আসলে কেন্দ্রের পরিকল্পনা হলো, একটা সচিবালয় গড়ে তোলা যেখানে সবকটি মন্ত্রকের অফিস থাকবে। ইন্ডিয়া গেট সংলগ্ন এলাকায় ৩,২৬৯ কোটি টাকা খরচে ৩টি বড় বিল্ডিং বানানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এত বড় নির্মাণ কাজ করতে গিয়ে পরিবেশ বিধি লঙ্ঘনের আশঙ্কা থাকছে। যা আগেই জানিয়েছিলেন পরিবেশবিদরা। পরিবেশ মন্ত্রকের অন্তর্গত রিজিওনাল এম্পাওয়ার্ড কমিটি জানায়, প্রোজেক্টের জন্য ওই এলাকায় যেসব বড় গাছ রয়েছে তা নষ্ট করা যাবে না। এখন গাছ স্থানান্তরের কথা ভাবা হচ্ছে। এক্ষেত্রেও সমস্যা বিরাট। পরিবেশবিদদের আশঙ্কা, স্থানান্তরের জন্য গাছের বয়স, শ্রেণি, যেখানে স্থানান্তরিত করা হচ্ছে সেখানকার আবহাওয়া সব কিছু মাথায় রাখতে হয়। ফলে নতুন পরিবেশে গাছ বাঁচানো বড় চ্যালেঞ্জ।

Related Articles

Back to top button
error: