২৪ ঘণ্টায় কমল সংক্রমণ, উদ্বেগ বাড়িয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : উৎসবের মাঝে কিছুটা হলেও স্বস্তি। দশমীর সকালে দেশে কিছুটা কমল করোনার গ্রাফ। যা স্বস্তি দিচ্ছে সকলকেই। তবে এক ধাক্কায় বাড়ল মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৭৮ জন।

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে পরিসংখ্যান দিয়েছে তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৬২ জন। গতকালের তুলনায় বেশ কিছুটা কম। ফলে দেশের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ কোটি ৪০ লক্ষ ৩৭ হাজার ৫৯২ জন। দেশে এক দিনে করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন ৩৭৯ জন। সংখ্যাটা আগের দিনের তুলনায় কিছুটা বেশি। ফলে মোট করোনার বলি ৪ লাখ ৫১ হাজার ৪১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৯ হাজার ৩৯১ জন।

সংক্রমণ নতুন করে মাথাচাড়া দেওয়ার ফলে আতঙ্কে ভুগছে অনেকেই। উৎসবের মরসুমে ঢিলেঢালা হয়েছে কোভিড বিধি। এরই ফাঁকে আবারও সংক্রমণ বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা তো রয়েছেই। এই পরিস্থিতিতে টিকাকরণকেই প্রধান হাতিয়ার বলে মনে করছে কেন্দ্র। সেইসঙ্গে একান্ত জরুরি মানুষের মধ্যে সর্তকতা।