HighlightNewsরাজ্য

শিয়ালদহ স্টেশনের নিকটবর্তী মৌলালির ‘স্টুডেন্টস হেলথ হোমে’র স্বল্প মূল্যের আধুনিক চিকিৎসা পরিষেবার দ্বার উন্মুক্ত জনসাধারণের জন্যেও

টিডিএন বাংলা, সেখ রাকিব, কলকাতা: দীর্ঘদিনের নানা সমস্যা কাটিয়ে পুনরায় নতুন উদ্যমে চালু হল স্টুডেন্ট হেলথ হোম। এতে বাংলার ছাত্র-ছাত্রীদের চিকিৎসা পরিষেবা আরও অনেকটা সহজতর ও সাশ্রয়ী হল। ছাত্র সমাজের সংগ্রামের ফলশ্রুতিতে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসাখাতের খরচ বহন করার দৃঢ় মনোভাব নিয়ে ১৯৫২ সালে কলকাতার শিয়ালদা রেল স্টেশনের নিকটবর্তী মৌলালিতে প্রতিষ্ঠিত হয়েছিল স্টুডেন্টস হেলথ হোম। যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান স্টুডেন্টস হেলথ হোমের সাথে নিজেদের রেজিষ্ট্রেশন করিয়েছেন তাদের শিক্ষার্থীদের এখানে ন্যূনতম খরচে উন্নতমানের স্বাস্থ্যসেবা দেওয়া হয়। শুধুমাত্র সার্বিক স্থিতিবস্থার কথা বিবেচনা করে স্টুডেন্টস হেলথ হোম শিক্ষার্থীদের কাছ থেকে এই অল্প কিছু সাশ্রয়ী মূল্যে নিয়ে থাকে।

স্টুডেন্টস হেলথ হোম-এর সাধারণ সম্পাদক পবিত্র গোস্বামী বলেন, ইতিমধ্যে স্টুডেন্টস হেলথ হোমের আউটডোর ও ইনডোর পরিষেবা এপ্রিল মাস থেকে সাধারণ জনগণের জন্যও উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে তুলনামূলক স্বল্পমূল্যে জনসাধারণকে আধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। আর এর থেকে পাওয়া উদ্বৃত্ত অর্থ শিক্ষার্থীদের স্বাস্থ্য খাতের সেবায় ব্যবহার করা হবে। তাছাড়া স্টুডেন্টস হেলথ হোম-এর সদস্য পড়ুয়ারা এতদিন পর্যন্ত যে অধিকার ও সুযোগ-সুবিধা উপভোগ করেছেন তা অপরিবর্তিত থাকবে। শিক্ষার্থীরা স্টুডেন্টস হেলথ হোম থেকে চিকিৎসা বীমার সুবিধাও উপভোগ করতে পারে তাঁরা।এখানে চিকিৎসাখাতে কোন দালাল, লাভজনক অভিসন্ধির বা অনৈতিক খরচের কোনও সুযোগ নেই।

মি. গোস্বামী জানান, এখানে চিকিৎসাকৃত বহু শিক্ষার্থীর মধ্যে ক্যান্সার, বিকৃত আঘাত বা প্রাণঘাতী সংক্রমণ ছিল। এখানে রোগের পরীক্ষা এবং অন্যান্য প্রাসঙ্গিক খরচ খুব সামান্য। এখানে ভর্তি থাকলে প্রতিদিন শিক্ষার্থী পিছু মাত্র ৩০ টাকা এবং ওষুধের জন্য মাত্র ১০ টাকা চার্জ করা হয়। তিনি আরও বলেন, স্টুডেন্টস হেলথ হোম দেশের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম ঐতিহ্যবাহক। এটি গড়ে তোলার পেছনে রয়েছে অসংখ্য পড়ুয়া ও স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগ। স্টুডেন্টস হেলথ হোম বাংলা ও বাঙালির গর্ব।

Related Articles

Back to top button
error: