HighlightNewsদেশ

বিজেপি শাসনে এলপিজির দাম বেড়েছে ১৫৭%’,মূল্যস্ফীতি নিয়ে কেন্দ্রকে তোপ রাহুলে

টি‌ডিএন বাংলা ডেস্ক: দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ে ফের কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুল গান্ধী একটি টুইট করে এদিন বলেন, বিজেপি সরকারের অধীনে গ্যাস সিলিন্ডারের দাম ১৫৭% বেড়েছে। এর আগেও ক্রমাগত মুদ্রাস্ফীতির কারণে কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। শনিবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে টুইট করেন রাহুল। একইসঙ্গে, জিএসটি নিয়েও মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী।

শনিবার, রাহুল গান্ধী টুইট করে লেখেন,”প্রধানমন্ত্রী বলেছেন – ১৩৩ কোটি ভারতীয় প্রতিটি বাধাকে বলছে, সাহস থাকলে আমাদের থামান। বিজেপি শাসনে এলপিজির দাম ১৫৭% বেড়েছে, রেকর্ড-ব্রেকিংভাবে দামী পেট্রোল, গব্বর ট্যাক্স লুট এবং বেকারত্বের সুনামি। আসলে, জনসাধারণ প্রধানমন্ত্রীকে বলছে – আপনার করা এই বাধাগুলি তাদের ক্লান্ত করেছে, এবার থামুন।”

 

Related Articles

Back to top button
error: