রাজ্য

ভবানীপুরে উপনির্বাচন উপলক্ষে অভিনব ভোট প্রচারে মদন মিত্র

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলাঃ ভবানীপুর উপনির্বাচনের দিনক্ষণ আগেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে ভোট প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। এবারে ভবানীপুর উপনির্বাচন এলাকায় তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য যে, বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল বিজয়ী হলেও নন্দীগ্রাম এলাকায় নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি। তাই এই নির্বাচনে জেতা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।আর সেই কারণেই সেখানে জোরেশোরে চলছে ভোট প্রচার। তারই অংশ হিসেবে অভিনব ভোট প্রচারে নামলেন বিধায়ক মদন মিত্র। নিজের পাড়ায় নিজের গানের মধ্য দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে নামলেন ভবানীপুরের ঘরের ছেলে। আর সেই সঙ্গে রিলিজ হল মদন মিত্রের নিজের গাওয়া গান। পিতৃপক্ষের অবসানে মাতৃ পক্ষের আবহনী গান। ভবানীপুর নিজের মেয়েকে চায়। ভারত তার মেয়েকেই চায়। এই গানের মধ্য দিয়ে যেন আসমুদ্রহিমাচল এ মমতা বন্দ্যোপাধ্যায়ের আবহনীর সূচনা হল। মহিলা ঢাকিদের ঢাকের তালে উৎসব এবং নির্বাচনী প্রচার একাকার হয়ে যায়। কালারফুল বয়দের কালারফুল অনুষ্ঠান অন্যমাত্রা এনে দেয় নির্বাচনী প্রচারকে। মদন মিত্র বলেন, “ভবানীপুরে এবারের ভোটের ফলাফলে এমন ইতিহাস রচনা হবে যা সারা পৃথিবী মনে রাখবে।”

Related Articles

Back to top button
error: