মধ্যপ্রদেশেও অনুমতি পেল লাভ জিহাদের বিরুদ্ধে বিল; রয়েছে সর্বাধিক ১০ বছরের শাস্তি এবং ১ লক্ষ টাকা জরিমানার বিধান

page

 

টিডিএন বাংলা ডেস্ক: মধ্যপ্রদেশেও অনুমতি পেল লাভ জিহাদের বিরুদ্ধে বিল। আজ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এর নেতৃত্বে মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠকে এই বিলটির অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার এই বৈঠকে ধার্মিক স্বতন্ত্রতা ২০২০ বিলটি পাস করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর থেকে মধ্যপ্রদেশ বিধানসভার অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে পেশ করা হবে লাভ জ্বিহাদের বিরুদ্ধে ধার্মিক স্বতন্ত্রতা ২০২০ বিলটি। লাভ জিহাদের ঘটনার ক্ষেত্রে এই বিলে সর্বাধিক ১০ বছরের শাস্তি এবং এক লক্ষ টাকা জরিমানার বিধান দেওয়া হয়েছে। শুধু তাই নয় এই বিলের বিধান অনুযায়ী, লাভ জিহাদের মামলায় গ্রেফতার হলে জামিন পাওয়া যাবে না। এই বিল আইন হিসেবে স্বীকৃতি পেয়ে গেলেই “মধ্যপ্রদেশ ধর্ম স্বাতন্ত্র্যতা আইন ১৯৬৮” অকার্যকর হয়ে যাবে।

এর আগে, এর আগে শিবরাজ সিং চৌহান কর্মকর্তাদের একটি বৈঠকে বলেছিলেন, লাভ জিহাদের রূপান্তর এবং বিয়ে কোনোভাবেই এ রাজ্যে কার্যকর হবে না। এটা সম্পূর্ণ রূপে অবৈধ এবং বে-আইনি। শিবরাজ সিং সরকারের আনা এই নতুন বিলে বলা হয়েছে, নিজের ইচ্ছায় ধর্ম পরিবর্তন করতে গেলে সেই ব্যক্তিকে বাওই ব্যক্তির যিনি ধর্ম পরিবর্তন করবেন সেই ধর্মীয় ব্যক্তিকে জেলা ন্যায়াধীশের কাছে কমপক্ষে ৬ দিন আগে এ বিষয়ে জানাতে হবে। তা না হলে, অর্থাৎ বিনা নোটিশে ধর্ম পরিবর্তন করা হলে ন্যূনতম এক বছর এবং সর্বাধিক পাঁচ বছর জেল এবং ন্যূনতম ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। মহিলা, অপ্রাপ্তবয়স্ক, তপশিলি জাতি এবং উপজাতির মানুষের ধর্ম পরিবর্তন করানো হলে ন্যূনতম দু’বছরের এবং সর্বাধিক ১০ বছরের জেল এবং কমপক্ষে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে। নিজের ধর্ম গোপন রেখে অন্যের ধর্ম পরিবর্তন করলে কমপক্ষে তিন বছর এবং সর্বাধিক ১০ জেল ও ন্যূনতম ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার বিধান রয়েছে। সমষ্টিগত ভাবে ধর্ম পরিবর্তন করালে কমপক্ষে পাঁচ বছর এবং সর্বাধিক ১০ বছরের জেল ও কমপক্ষে ১ লক্ষ টাকা জরিমানা দেওয়ার বিধান দেওয়া হয়েছে।