শেষ নিশ্বাস ত্যাগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির বড়িষ্ঠ নেতা কৈলাস সারঙ্গ

ছবি সৌজন্যে শিবরাজ সিং চৌহানের টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির বড়িষ্ঠ নেতা কৈলাস সারঙ্গ। মুম্বাইয়ের একটি হাসপাতালে বয়সজনিত অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন তিনি। মুম্বইয়ের ওই হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একটি টুইট করে তিনি লেখেন,”আমাদের প্রিয় বাবুজি শ্রদ্ধেয়  কৈলাশ সারঙ্গজি, যিনি আমাদের সকল বিজেপি কর্মীদের গাইড ছিলেন, যিনি আমাকে পিতার মতো স্নেহ, ভালবাসা এবং আশীর্বাদ দিয়েছিলেন, তিনি আজ পরলোক গমন করেছেন।হৃদয় ব্যথিত এবং মন ব্যথায় ভরপুর। ঈশ্বর তাঁর আত্মাকে তাঁর শ্রী চরণে স্থান দিন।”