টিডিএন বাংলা ডেস্ক: প্রকাশিত হল ২০২২-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের উত্তরপত্রের রিভিউ-এর ফল। মঙ্গলবার বিকাল ৩ টার পর থেকে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে থেকে এই ফলাফল জানা যাচ্ছে। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পরে ৩২ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী বিভিন্ন বিষয়ে তাদের উত্তরপত্র রিভিউ-এর জন্য আবেদন করেছিল। এদের মধ্যে ১১ হাজার ৪৬৫ জনের নম্বর বেড়েছে। মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে ২ হাজার ৬৯৯ জন পরীক্ষার উত্তরপত্র রিভিউ-এর জন্য আবেদন করেছিল। এক্ষেত্রে ৯৬১ টি উত্তরপত্রের নম্বর বৃদ্ধি পেয়েছে।
মাধ্যমিক পরীক্ষার্থীদের উত্তরপত্রের রিভিউ আবেদনের ফলাফল প্রকাশিত হওয়ার পর প্রথম দশের মেধা তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। পূর্বে মাধ্যমিক শিক্ষা পর্ষদ প্রকাশিত প্রথম দশের মেধা তালিকায় ১১৪ জনের নাম ছিল। সেই তালিকা যুক্ত হয়েছে আরও ১৮ জন শিক্ষার্থীর নাম। ফলে বর্তমানে ২০২২-এর মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেল ১৩২ জন। পূর্বে প্রকাশিত প্রথম দশের মেধা তালিকায় সপ্তম স্থানে জায়গা পেয়েছিলেন অনন্যা দেব। পরীক্ষার উত্তরপত্র রিভিউ-এর পর নম্বর বৃদ্ধির ফলে সে পঞ্চম স্থানে উঠে এসেছে। পাশাপাশি বীরভূমের বাসিন্দা সৌমাল্য নিয়োগীর নম্বর বৃদ্ধির ফলে সে অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে উঠে এসেছে। দশম স্থান থেকে নবম শ্রেণী উঠে এসেছেন কোচবিহারের শিক্ষার্থী রিফাত তামান্না।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়েছেন, ২০২২ সালের মাধ্যমিকের উত্তরপত্রের রিভিউ-এর ফল মঙ্গলবার দুপুর ৩টে থেকে বোর্ডের ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে। এবছর পর্ষদকে ১ লক্ষ ৫ হাজার উত্তরপত্র রিভিউ করতে হয়েছে। তবে যারা রিভিউয়ের জন্য আবেদন করেছিল তাদের মধ্যে ৮ শতাংশের কিছু বেশি শিক্ষার্থীর নম্বর বৃদ্ধি পেয়েছে।