নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: ‘পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের আমলে মাদ্রাসা শিক্ষার সঙ্গে ব্যাপক ভাবে বৈষম্য করা হচ্ছে’ রাজ্য বিধানসভার অধিবেশনে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন বিধানসভার অধিবেশন শেষ হলে বাইরে এসে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, “ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন সম্পূর্ণভাবে রাজ্য সরকারের পৃথক দুটি দপ্তরের আওতাধীন।” তিনি প্রশ্ন তুলেছেন, রাজ্যের সকল জেলাতেই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল থাকলেও মাদ্রাসাগুলির জন্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ মাদ্রাসা কেন নিয়োগ করা হয়নি?
এরপরই ডিস্ট্রিক ইন্সপেক্টর অফ মাদ্রাসা নিযুক্ত না করে মাদ্রাসা শিক্ষার সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মাদ্রাসা শিক্ষার প্রকৃত উন্নয়নের দাবি জানিয়ে তিনি বলেন, ‘মাননীয় মন্ত্রীর কাছে আবেদন করলাম অবিলম্বে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ মাদ্রাসা, সাব ইন্সপেক্টর অফ মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী যে সমস্ত শূন্য পদ গুলি আছে সেগুলো পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।’