দেশ

ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি করে আমরণ অনশনে বসলেন অযোধ্যার মহন্ত পরমহংস দাস

টিডিএন বাংলা ডেস্ক: ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে। সোমবার ভোর পাঁচটা থেকে এই দাবিতে আমরণ অনশনে বসেছেন অযোধ্যার তপস্বী ছাউনির মহন্ত পরমহংস দাস। এর আগে, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিতে আমরণ অনশনে বসেছিলেন তিনি। তাঁকে বোঝাতে সেসময় বহু রাজনৈতিক নেতা অযোধ্যায় যান, কিন্তু কারুর কথাই কানে তোলেননি তিনি। শেষমেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনুরোধে অনশন ভাঙ্গে তিনি। এরপর ৫ আগস্ট ভিত পুজোর পর থেকে জোরকদমে চলছে রাম মন্দির নির্মাণের কাজ।

এবার ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিতে ফের একবার অনশনে বসছেন তপস্বী ছাউনির ওই মহন্ত। তাঁর দাবি, ভারতে সবথেকে বেশি হিন্দু সম্প্রদায়ের মানুষ বাস করেন। তাই এই দেশকে অবিলম্বে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত। তার দাবি অনুযায়ী, অন্যান্য ধর্মাবলম্বী মানুষের তুলনায় ভারতে হিন্দ্র বেশি সংখ্যায় বাস করেন তাই এই দেশকে হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করতে কোনো আপত্তি থাকার কথা নয়। তাও সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই তিনি অনশনে বসেছেন।

Related Articles

Back to top button
error: