HighlightNewsদেশ

অখিলেশের প্রচারে ৮ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে মমতা

টিডিএন বাংলা ডেস্ক : সমাজবাদী পার্টির সুপ্রিম অখিলেশ যাদবের আমন্ত্রণে সারা দিয়ে তার হয়ে ৮ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রচারে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর প্রদেশে ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি তুঙ্গে। বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব যারা উত্তরপ্রদেশে নির্বাচনে লড়াই করছেন না, তারা সেখানে কেউ কংগ্রেস আবার কেউ সমাজবাদী পার্টিকে সমর্থন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে না লড়াই করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি এটাও জানিয়ে ছিলেন যে অখিলেশকেই তিনি সমর্থন করবেন। সেই কথা রাখতেই এই সফর বলে মনে করা হচ্ছে।

অখিলেশের দূত কিরণময় নন্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলতে কালীঘাটে মমতার সঙ্গে বৈঠক করেন। এরপরেই এই সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিরণময় বলেন, “অখিলেশ বিজেপি-কে হারাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চেয়েছিলেন। মমতা নিজেই সময় দিয়েছেন।” এরপর তিনি মমতার প্রশংসা করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী নন, শুধু তৃণমূলের নেত্রী নন, গোটা দেশে বিজেপি-র বিরুদ্ধে জাতীয় মুখ।”

একইসঙ্গে কিরণময়ের অভিযোগ উত্তরপ্রদেশে করোনার অজুহাত দিয়ে তাদেরকে কোনও সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, “বাধ্য হয়েই আমাদের ভার্চুয়াল সভা আর বাড়ি বাড়ি প্রচার করতে হচ্ছে।” ৮ ফেব্রুয়ারি লখনউয়ে গিয়ে এসপি-র দফতরে মমতা-অখিলেশ যৌথ ভাবে ভার্চুয়াল সভা এবং সাংবাদিক বৈঠক করবেন বলে জানান কিরণময়।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ১০ ফেব্রুয়ারি থেকে সাত দফাতে উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। উত্তরপ্রদেশে ভোট হবে ১০, ১৪, ২০, ২৩, ২৭ এবং ৩ মার্চ এবং ৭ মার্চ সাত দফায়। ভোট গণনা হবে ১০ মার্চ। সেদিকেই তাকিয়ে আছে গোটা দেশ। বিজেপি বিরোধী দিলগুলি ঐক্যবদ্ধ না হলেও বিশেষ উন্মাদনা সৃষ্টি করেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার তিন তিন সদস্য সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন।

Related Articles

Back to top button
error: