HighlightNewsআন্তর্জাতিক

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মহিন্দা রাজাপক্ষে! দাবি স্থানীয় সংবাদমাধ্যমের

টিডিএন বাংলা ডেস্ক: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মহিন্দা রাজাপক্ষে। সোমবার দুপুরে এমনই দাবি করেছে একটি সর্বভারতীয় সংবাদসংস্থা। ওই সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে এই তথ্য শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাস থেকে শ্রীলংকায় যে অর্থনৈতিক সংকট শুরু হয়েছে তাতে বিভিন্ন দেশের কাছে ঋণে জর্জরিত শ্রীলঙ্কা আগেই নিজেকে অর্থনৈতিকভাবে দেউলিয়া ঘোষণা করেছে। এরপর থেকেই রাজাপক্ষের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার বিষয় নিয়ে জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। সেই জল্পনাকে সত্যি করেই এবার ইস্তফা দিলেন মহিন্দা রাজাপক্ষে।

শ্রীলঙ্কার অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে ১৯৪৮ সালে শ্রীলঙ্কা স্বাধীনতা পাওয়ার পর থেকে কখনোই এমন চরম অর্থনৈতিক সংকট দেখা দেয়নি। একটি পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক ঋণ এবং সুদ মেটাতে চলতি বছরের মধ্যে অন্তত ৬৯০ কোটি ডলার অর্থাৎ ভারতীয় অঙ্কে প্রায় ৫২,৪০০ কোটি টাকা ব্যয় করার কথা শ্রীলঙ্কার। নিত্যপ্রয়োজনীয় খাদুদ্রব্য থেকে শুরু করে, জ্বালানি, তেল, পেট্রপণ্য সবকিছুরই আকাশছোঁয়া দাম শ্রীলংকায়। মাসের পর মাস এই পরিস্থিতির জেরে ইতিমধ্যেই সেদেশের বেশ কিছু জায়গায় বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। দেশের সরকারের বিরুদ্ধে আন্দোলনে পথে নেমেছেন শ্রীলঙ্কার সাধারণ মানুষ। আন্দোলনে শামিল হয়েছেন বিভিন্ন ট্রেড ইউনিয়নের সদস্যরা, কারখানার লক্ষাধিক কর্মী, গণপরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীরা।

Related Articles

Back to top button
error: