রাজ্য
ভোটের আগে অপসারিত মহিষাদলের সিআই, হলদিয়ার এসডিপিও
টিডিএন বাংলা ডেস্ক: ভোটের আগে অপসারিত মহিষাদলের সিআই এবং হলদিয়ার এসডিপিও। মঙ্গলবার রাতেই তাদের সরিয়ে দেয় নির্বাচন কমিশন। মহিষাদলের নতুন সিআই করা হয়েছে শীর্ষেন্দু দাসকে। হলদিয়ার এসডিপিও বরুণ বৈদ্যের জায়গায় নতুন এসডিপিও হয়েছেন উত্তম মিত্র।