রাজ্য

মালদার মানিকচকে গঙ্গায় ফের মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদাতা, টিডিএন বাংলা, মালদা : মালদার মানিকচকে গঙ্গায় ফের মৃতদেহ উদ্ধার। পরিচয় এখনো পাওয়া যায়নি। ভিন রাজ্য থেকে ভেসে এসেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের জোতপাট্টা ডোমহাট এঢ়াকায়। মৃতদেহ উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে জানালেন মালদার জেলা শাসক।

জানা গিয়েছে বেশ কিছুদিন আগে করোনায় মৃত্যুর মিছিল দেখাদেয় উত্তরপ্রদেশে। সেখানে করোনায় মৃতদহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় বলে খবর আসে। সেই মত নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মালদার মানিকচকের গঙ্গা ঘাট দিয়ে সেই মৃতদেহ ভেসে আসতে পারে বলে প্রশাসনকে সর্তক করা হয়। এই পরিস্থিতিতে নদী তীরবর্তী গ্রাবাসীদের মাইকিং এর মাধ্যমে সর্তককরা হয়। চলতি মাসের প্রথমে গঙ্গায় দুটি মৃতদহ ভেসে অসে। সেই মৃতদেহ উদ্ধার করে মালদা জেলা প্রশাসন। সেই মত তাদর ময়না তদন্তর ব্যবস্থা করা হয়। তারপরেও করা নজরদারি চালায় জেলা পুলিশ প্রশাসন। এরই মধ্যে বুধবার দুপরে আরেকটি মৃতদেহ ভাসতে দেখে এলাকার বাসিন্দারা। এরপরই পুলি প্রশাসনকে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা মানিক চন্দ্র মন্ডল বলেন,করোনায় আক্রান্তের মৃতদেহ এই গঙ্গা নদী দিয়ে ভেসে আসার কথা শুনেই আতঙ্কে রয়েছে মানুষ। এর আগে দুইটি মৃতদেহ পাওয়া যায়। এরপর এদিন আরেকটি মৃতদেহ দেখতে পায়। স্বাবাভিক ভাবেই অমরা ভয়ে রয়েছি। যদিও প্রশাসনের কাছে আবেদন করবো মানুষের মধ্যে যাতে এই আতঙ্ক না ছড়ায়।

যদিও জেলা শাসক রাজর্ষী মিত্র বলেন,মৃতদেহ উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে। ময়না তদন্তে পাঠানো হবে।

Related Articles

Back to top button
error: