নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়াল ভেঙে বাড়িতে প্রবেশ করলো মালগাড়ি। মঙ্গলবার রাতে ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার কেদুয়া এলাকায়। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত একটার সময় অম্বুজার প্রাচীল এবং ট্রেনের গার্ডওয়াল ভেঙে সংলগ্ন বসতি এলাকার মধ্যে ঢুকে পরে মালগাড়িটি। সেই সময় হটাৎ বিকট শব্দ আওয়াজে ঘুম ভেঙে যাই স্থানীয় লোকজনের ।
সপরিবারে ঘুমাচ্ছিলেন হামিদুল সেখ এবং তৈমুর সেখ। তারা বলেন, হটাৎ বিকট শব্দ আওয়াজে ঘুম ভেঙে যায়। বাড়ির বাইরে এসে দেখি একটি মালগাড়ি বাড়ির উঠোনে পাশে। তখনো বুঝে উঠেতে পারছিলাম না কি ভাবে মালগাড়ি প্রাচীল ভেঙে এলো। ইতিমধ্যে বাড়ির কিছু অংশ ফাটল চোখে পড়েছে। অম্বুজার মতো একটি বড়ো সিমেন্ট কারখানায় দায়িত্ব জ্ঞানহীন ভাবে মালগাড়ি চালানোর বিরুদ্ধে সরব হন তারা। এদিকে ঘটনার পর এলাকায় চাপা আতঙ্কের সৃষ্টি হয়। যদিও পরে প্রশাসন তৎপরতার সাথে মালগাড়িটি উদ্ধার করে।