টিডিএন বাংলা ডেস্ক : কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে আজ বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছেন সোনিয়া। বৈঠকে আমন্ত্রিত রয়েছেন অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। যদিও বৈঠকের মধ্যমনি বাংলার মুখ্যমন্ত্রী মমতাই। সূত্রের খবর বিরোধী মহাজোট গড়ার মূল কারিগর হিসেবে ওই বৈঠক থেকেই বড়োসড়ো দায়িত্ব নিতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী।
প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধির আজ ৭৭ তম জন্মদিন। এই দিনটিকে মোদি-শাহ হটাও পর্বের মহরত হিসেবে বেছে নেওয়া হচ্ছে। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। টার্গেট ২৪ এর লোকসভা নির্বাচন। তার স্ট্র্যাটিজি নির্ধারনে এখন থেকেই শুরু হয়েছে তোড়জোড়। মমতার আহ্বানকে সামনে রেখে মহাজোট গঠনের কাজ শুরু করতে সূত্রধরের ভূমিকা পালন করছেন সোনিয়া। এবার মুখ্যমন্ত্রী হওয়ার পর জুলাই মাসে দিল্লি গিয়েছিলেন মমতা। সেবারও বিরোধী রাজনীতির প্রধান মুখ হয়ে উঠেছিলেন তিনি। দেখা করেছিলেন সোনিয়া-রাহুলের সঙ্গেও। কেজরিওয়ালসহ অন্য বিরোধী নেতা-নেত্রীদের সঙ্গে আলোচনা সেরেছিলেন। তখন থেকেই বিরোধী ঐক্যের প্রদীপ জ্বালানোর সলতে পাকানোর কাজ শুরু।
বিধানসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূল সেভাবে কাছাকাছি আসেনি। কিন্তু এখন মোদি বিরোধিতার প্রধান হয়ে ওঠেছেন মমতা। কংগ্রেস বলছে, তাদের মূল শত্রু বিজেপি। রাজনৈতিক মহলের বক্তব্য, এর আগে ২০২০ তে সোনিয়ার ডাকা ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন মমতা। সেবার বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। এবারও সেই গুরুদায়িত্ব তৃণমূল সুপ্রিমোকেই নিতে হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।