‘শান্ত থাকুন, উত্তেজনা ছড়াবেন না’, তৃণমূল নেত্রী মমতাকে ‘আন্টি’ বলে খোঁচা শুভেন্দুর

টিডিএন বাংলা ডেস্ক : আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট সাতসকালে বাইকে চেপে নিজের নতুন ভোটকেন্দ্রে ভোট দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের নন্দনায়েকবাড় প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৭.৩০ মিনিট নাগাদ ভোট দেন তিনি। এর পর সাংবাদিকদের তিনি জানান, ‘দিদি হার গয়া। তাই উনি যা খুশি বলছেন। এই বুথে বেগম ১০০ পার করবেন না।’

দ্বিতীয় দফার ভোট শুরুর পর তৃণমূল কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে সরাসরি আক্রমণে করে শুভেন্দু অধিকারী বলেন, “৬৬ বছরের আন্টি উনি। আন্টি কো থোড়া শান্ত র‌্যাহনা চাহিয়ে। সংযত থাকতে হবে তাঁকে। গুন্ডাগিরি করা চলবে না। উন্নয়ন জিতবে, তোষণের রাজনীতির পরাজয় হবে।”