“বিজেপি নির্বাচন হেরে গেলে মমতা ব্যানার্জীকে খুন করিয়ে দিতে পারে”; চাঞ্চল্যকর মন্তব্য সুব্রত মুখার্জির

টিডিএন বাংলা ডেস্ক: ভোটের লড়াইয়ে হেরে গেলে বিজেপি গোপনে লোক দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করে সেই দোষের ভার অন্যের নামে চাপিয়ে দিতে পারে। ভাঙ্গড়ের বোদরা কালিতলাতে রাস্তার উদ্বোধন করতে এসে বিজেপিকে এইভাবেই আক্রমণ করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর দাবি,”ওরা মমতাকে খুন করতে পারে। মমতার সঙ্গে ভোটের লড়াই করে না পারলে তাহলে গোপনে লোক দিয়ে খুন করে অন্যের নামে দোষ চাপিয়ে দিতে পারে।”শুধু তাই নয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের ওপর “হামলা”-র যে অভিযোগ শাসক দল তৃণমূলের ওপর চাপিয়ে চলেছে গেরুয়া শিবির তা সম্পূর্ণ “প্রচার পাওয়ার চেষ্টা” বলেও অভিযোগ করেছেন সুব্রতবাবু।

ভাঙ্গড়ের ওই অনুষ্ঠান থেকে সুব্রত বাবু দাবি করেন,”ওদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মিটিং করতে এসেছিলেন এই জেলাতে। তাঁর সহকর্মীদের গাড়ির কাঁচ ভাঙে। কীভাবে কাঁচ ভেঙেছে, কে ভেঙেছে তার তদন্ত করা হোক। আমরা সরকারে আছি। আমরা তদন্ত করে দেখলাম ওরা এই গণ্ডগোল না করলে প্রচার পাবে না। তাই নিজেরা লোক ফিট করে এসব করেছে।”এমনকি নিজের এই দাবি যদি অসত্য প্রমাণিত হয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলেও মন্তব্য করেন।

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সিপাহী সুব্রত মুখোপাধ্যায় এ প্রসঙ্গে আরো বলেন,”ওরা বাইরে থেকে লোক নিয়েছে এসে শান্ত বাংলাকে অশান্ত করছে। ওদের একটাই চেষ্টা মমতাকে সরানো। মমতা বাংলার মা। মাকে সরানো যায় না।”