টিডিএন বাংলা ডেস্ক : আজ বোলপুরের দলীয় কর্মীসভার সম্মেলনে নির্বাচন কমিশন ও কোভিড পরিস্থিতেকেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সম্মেলনে সংবাদমাধ্যমের সমানে অবজার্ভারদের হোয়াটস অ্যাপ চ্যাট ফাঁস করেন তিনি। সেখানে ভোটের আগের দিন তৃণমূল কর্মীদের আটক করে রাখার কথা হয়েছে বলে দাবি করেন। ভবিষ্যতে যাতে ভোটে পক্ষপাতিত্ব না হয় তা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
করোনা আবহে বন্ধ রাজনৈতিক জনসভা। এমত অবস্থায় শনিবার বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও জেলার ১১ প্রার্থীকে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি সাংবাদিক সম্মেলনে বলেন , ”কমিশন ফোন করে নির্দেশ দিচ্ছে আমাদের দলের নেতাদের নির্বাচনের আগে গ্রেফতার করে নিতে। আমার কাছে সব কিছুর হোয়াটসঅ্যাপ চ্যাট আছে। পর্যবেক্ষকরা নিজেদের মধ্যে কথা বলেছে। আমার কাছে যা প্রমাণ আছে, আমি ঠিক করেছি নির্বাচনের পরে সুপ্রিম কোর্টে আমি যাব।”