অমিত শাহের কর্মসূচির পাল্টা টেক্কা দিতে বোলপুর আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: অমিত শাহের কর্মসূচির টেক্কা দিতে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে আসছেন।
“অন্য জেলা নয় এখান থেকেই আড়াই লক্ষ মানুষের জমায়েত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মিছিল করব” সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। বিজেপির সেকেন্ড-ইন-কমান্ড তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বোলপুরের রাজনৈতিক কর্মসূচি করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ২৯ শে ডিসেম্বর সেই কর্মসূচি হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৮ ডিসেম্বর বীরভূমে সরকারি কর্মসূচি তে অংশগ্রহণ করতে আসছেন। বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে তিনি প্রশাসনিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। গত কুড়ি ডিসেম্বর বোলপুরের বিজেপি অমিত শাহের রাজনৈতিক কর্মসূচিতে প্রচুর মানুষের সমাগম হয়। যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে দাবি করা হয়েছে বীরভূমের পার্শ্ববর্তী জেলা ঝাড়খন্ড থেকে লোক নিয়েছে জমায়েত করা হয়েছিল। যদিও তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী যে দলীয় কর্মসূচি করবে সেখানে শুধুমাত্র বোলপুর মহকুমা এবং অন্যান্য প্রান্তের কিছু কিছু ব্লক থেকে কর্মী সমর্থকরা সেদিন উপস্থিত থাকবেন। তাতেই প্রায় আড়াই লক্ষ্য মানুষের জমায়েত হবে বলে তাদের পক্ষে জানানো হয়েছে। বিজেপির অমিত শাহের কর্মসূচিকে টেক্কা দিয়ে তৃণমূল কংগ্রেসের পাল্টা কর্মসূচি। জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন,” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনের সফরে বীরভূম জেলায় আসছেন একদিন সরকারিভাবে প্রশাসনিক বৈঠক করবেন এবং পরদিন ডাকবাংলো ময়দান থেকে মিছিল করবেন। জীবের মত বাড়ি থেকে নয় আমরা জেলার মানুষ দিয়ে সেদিন কর্মসূচি করব”।