HighlightNewsরাজ্য

নন্দীগ্রাম থেকেই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রকাশিত হল ২৯১ আসনের প্রার্থী তালিকা

টিডিএন বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেরনির্ঘণ্ট ও প্রকাশ হওয়ার পর প্রথম দল হিসেবে ২৯১টি আসনে নিজের প্রার্থী তালিকা প্রকাশ করল শাসকদল তৃণমূল। এবারের প্রার্থী তালিকায় ৫০ জন মহিলা প্রার্থীকে স্থান দেওয়া হয়েছে। পাশাপাশি প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন ৪২ জন মুসলিম প্রার্থী। সিডিউল কাস্টদের দেওয়া হয়েছে ৭৯ টি আসন। এছাড়া কার্শিয়াং, কালিম্পং দার্জিলিংয়ের আসন ছেড়ে দেওয়া হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চাকে।

এবারের প্রতিযোগিতায় বাদ পড়েছেন বহু হেভিওয়েট নেতারা। নিজের ঘোষণা অনুযায়ী ভবানীপুরের বদলে নন্দীগ্রাম থেকেই দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জায়গায় ভবানীপুরে প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এর ফলে রাসবিহারী কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবাশীষ কুমার। বদল হয়েছে অনেক নাম। যুক্ত হয়েছে অনেক নতুন নাম।নতুন-পুরনো মিশেলেই তৈরি হয়েছে এবারের প্রার্থী তালিকা।

উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। মেদিনীপুরে প্রার্থী হয়েছেন জুন মালিয়া। বাঁকুড়ায় প্রার্থী হয়েছেন সায়ন্তিকা। শিবপুরে মনোজ তিওয়ারি এবং ব্যারাকপুরে প্রার্থী হয়েছেন তারকা পরিচালক রাজ চক্রবর্তী। এছাড়া ঝারগ্রামের প্রার্থী হয়েছেন বিরবাহা হাঁসদা। জোড়াসাঁকোর প্রার্থী হয়েছেন বিবেক গুপ্ত। মুর্শিদাবাদের প্রার্থী হয়েছেন ইদ্রিস আলী। মন্তেশ্বরের প্রার্থী হয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী। দমদম উত্তরে প্রার্থী হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। কামারহাটিতে মদন মিত্র। দমদমে ব্রাত্য বসু। পানিহাটিতে নির্মল ঘোষ। খড়দহে কাজল সিনহা। মানিকতলায় সাধন পান্ডে। বেহালায় রত্না চ্যাটার্জী। ডেবরায় হুমায়ুন কবীর। বিধান নগরে সুজিত ভৌমিক। চন্ডিপুরে প্রার্থী হয়েছেন টলিউড অভিনেতা সোহম। উলুবেড়িয়া পূর্বে প্রার্থী হয়েছেন বিদেশ বসু। সোনারপুরে প্রার্থী হয়েছেন লাভলী মিত্র। ডোমজুড়ে কল্যাণেন্দু ঘোষ। বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়। সিঙ্গুরে বেচারাম মান্না। যাদবপুরে দেবব্রত মজুমদার। কৃষ্ণনগর উত্তরে কৌশানি। কাশিপুর বেলগাছিয়ায় অতীন ঘোষ। ফারাক্কার মনিরুল ইসলাম। সামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পুনরায় প্রার্থী হলেন সামসেরগঞ্জের বর্তমান বিধায়ক আমিরুল ইসলাম। সুতি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন তৃণমূলের জেলা সহ সভাপতি ঈমানী বিশ্বাস। জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন জঙ্গিপুরের বর্তমান বিধায়ক মন্ত্রী জাকির হোসেন। রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন রঘুনাথগঞ্জের বর্তমান বিধায়ক মোহাম্মদ আখরুজ্জামান। সাগড়দিঘিতে প্রার্থী হয়েছেন সাগড়দিঘির বর্তমান বিধায়ক সুব্রত সাহা।

এবছরের প্রার্থী তালিকা থেকে শারীরিক অসুস্থতার কারণে বাদ পড়েছেন অমিত মিত্র। বাদ পড়েছেন মণীশ গুপ্ত। তালিকায় নেই সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নাম। বয়সের কারণে বাদ পড়েছেন ব্রজ মজুমদার। বাদ পড়েছেন সোনালী গুপ্ত, জটু লাহিড়ী। বাদ পড়েছেন অমল আচার্য সহ আরো অনেকেই।

Related Articles

Back to top button
error: