টিডিএন বাংলা ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভুবনেশ্বরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করবেন। সূত্রের খবর, রাজ্যে লোকসভা নির্বাচনের জন্য বিরোধী দলগুলির জোটে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নবীনকে প্রস্তাব দিতে পারেন। এই মুহূর্তে শুধুমাত্র সমাজবাদী পার্টি এবং তৃণমূল একত্রিত হয়েছে। তিন দিন আগে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশের সঙ্গে দেখা করেন। একইসঙ্গে, কংগ্রেস থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্তও নিয়েছেন মমতা।