সফরসূচি বদল মমতার, ২৫ নয় ২৬ তারিখ দিল্লি যাবেন নেত্রী
টিডিএন বাংলা ডেস্ক : ২৫ নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন ২৬ তারিখ। এমনই খবর তৃণমূল ভবন সূত্রে।সবকিছু ঠিক থাকলে ওই দিন দিল্লিতে উড়ে যাবেন মমতা।
নেত্রীর কথায়, প্রত্যেকবার ভোটে জিতলেই দিল্লি যান তিনি। বহু পুরনো বন্ধুদের সঙ্গে এই সুযোগে দেখাও হয়ে যায়। তবে এবার করোনা মহামারী তাতে বাধা হয়ে দাঁড়ায়। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার ইচ্ছেও প্রকাশ করেন মমতা। শোনা যাচ্ছিল, সম্ভবত তিনি চলতি মাসের ২৫ তারিখ দিল্লি যাবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, ২৫ তারিখ নয়। তারপরের দিন রাজধানী যাবেন মমতা। কেন এই সফরসূচি বদল, তা নিয়ে অবশ্য কিছু জানা যায় নি। সূত্রের খবর, অ-বিজেপি বিভিন্ন জাতীয় স্তরের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূল সুপ্রিমো। মমতার দিল্লি সফরে সাক্ষাৎ হতে পারে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-এর সঙ্গে। দেখা করতে পারেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির সঙ্গেও। সেই আলোচনায় থাকতে পারেন মুকুল রায়ও। এর আগে অবশ্য ২২ তারিখ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন।
অন্যদিকে মমতার এই পরিকল্পনার মাঝেই ২৫ তারিখ দিল্লি যাচ্ছেন বিজেপি নেতারা। সেখানে তারা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি বঙ্গে ভোট পরবর্তী অশান্তির অভিযোগও জানাবেন তারা।