সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ওপর জিএসটি, মোদি সরকারের তীব্র সমালোচনা মমতার

টিডিএন বাংলা ডেস্ক:২১ জুলাইয়ের মহাসমাবেশ থেকে মোদি সরকারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ওপর জিএসটি বা পণ্য পরিষেবা কর বসানোর তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মুড়ির মতো সাধারণ মানুষের নিত্যদিনের খাদ্যদ্রব্যেও জিএসটি কর বসিয়েছে মোদি সরকার। এমনকি মিষ্টি, চিড়ে, লস্যি, নকুল দানা, বাতাসাতেও জিএসটি। তিনি প্রশ্ন তোলেন, এবার তাহলে লোক খাবে কি ? মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের বিজেপি সরকারকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, আমাদের মুড়ি ফিরিয়ে দাও, আমাদের জিনিস ফিরিয়ে দাও; নইলে বিজেপি বিদায় নাও।ভাত-মুড়ি খেয়েই তো সাধারণ মানুষ বেঁচে থাকে। তিনি আরও বলেন, এখন থেকে রোগী হাসপাতালে ভর্তি হলে বেডেরও জিএসটি দিতে হবে কেন্দ্রকে। তিনি কিছুটা ব্যাঙ্গাত্মক সুরে কেন্দ্র সরকারের থেকে জানতে চান, মানুষ মরে গেলে কত জিএসটি দিতে হবে? মৃতদেহের খাম কিনতে গেলেই বা কত জিএসটি? তিনি জানান, বাংলা থেকে কেন্দ্র সরকার সব থেকে বেশি কর আদায় করছে। চা, সেচের ওপর থেকেও ট্যাক্স আদায় করে কেন্দ্র সরকার।

উল্লেখ্য, বর্তমানে এমনিতেই দেশজুড়ে মূল্যবৃদ্ধির আঁচ। রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রল, ডিজ়েল-এর দাম আগেই বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি প্যাকেটজাত দই, বাটার মিল্ক, পনির, গুড়, আটা, লস্যি, চাল, ডাল, মধু, দুধ, দই, পনির-এর মত সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহার্য খাদ্যদ্রব্যগুলির ওপর থেকেও জি এস টি কর আদায় শুরু করেছে কেন্দ্র সরকার।ফলে কঠিন হবে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। এমনকি লেখা ও আঁকার কালি, ছাপা, শার্পনার, মানচিত্র, গ্লোব, পেনসিল ইত্যাদি পড়াশোনার সামগ্রি কিনতেও এবার থেকে জিএসটি দিতে হবে।