টিডিএন বাংলা ডেস্ক : দুদিনের উত্তরপ্রদেশ সফরে আজ লখনউ যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে সমাজবাদী পার্টির হয়ে ভার্চুয়াল সভা করবেন তিনি।
২০২১ সালে দ্বিতীয়বারের জন্য নবান্ন দখল। তারপর থেকেই ভিন রাজ্যে রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে তৃণমূল। সেই সূত্রে ত্রিপুরার পুরভোট তো বটেই, গোয়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে জোড়া ফুল। এবার উত্তরপ্রদেশ ভোটেও ভূমিকা নিতে চলেছে ঘাসফুল। সমাজবাদী পার্টির হয়ে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে লখনউ পৌঁছবেন তিনি। আগামীকাল ভার্চুয়াল সভার পাশাপাশি অখিলেশের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করতে পারেন মমতা।
সম্প্রতি অখিলেশের দূত হিসেবে রাজ্যে এসেছিলেন কিরণময় নন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচারে যাওয়ার আমন্ত্রণ জানান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তরপ্রদেশে সোমবার যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অখিলেশ যাদবের হয়ে প্রচার করবেন তিনি।” এই বিধানসভা নির্বাচনে অবশ্য তৃণমূল উত্তরপ্রদেশে প্রার্থী দিচ্ছে না। তবে লোকসভা নির্বাচনে প্রার্থী দেবেন বলে জানিয়েছেন।