রাজ্য
মমতা সরকারের মৃত্যুঘন্টা বেজে গিয়েছে, বাংলায় হুঙ্কার অমিত শাহের
টিডিএন বাংলা ডেস্ক: বাংলায় এসেই মমতা সরকারকে হুঙ্কার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’ দিনের রাজ্য সফরে পশ্চিমবঙ্গে এসে হেলিকপ্টারে বাঁকুড়া পৌঁছন অমিত শাহ৷ সেখানে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে তিনি বলেন, ‘যেভাবে বিজেপি কর্মীদের উপরে মমতার সরকার অত্যাচার চালাচ্ছে, তাতে আমি নিশ্চিত ভাবে দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে৷ আগামী দিনে বাংলায় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বিজেপি৷’