HighlightNewsরাজ্য

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাড়িতে ধর্নায় বসার, এমনকি দিল্লী অবরুদ্ধ করার হুমকি মমতার

টিডিএন বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গের নানা প্রকল্পের টাকা আটকে রাখার ও কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ির পাশে গিয়ে ধর্নায় বসার, এমনকি দিল্লী অবরুদ্ধ করার হুমকি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার কেন্দ্রের বিরুদ্ধে বাংলা বিরোধী নীতির অভিযোগ তুলে রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই মঞ্চ থেকেই বলেন, “মানুষের দাবি আদায়ে এক বার নয়, এক কোটি বার ধর্নায় বসব। মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে। মমতার হিম্মত রয়েছে। দরকারে প্রধানমন্ত্রীর বাড়ির পাশেও বসতে পারি। আমি জনপ্রতিনিধি।”

অন্যদিকে তার ভাইপো তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “দিল্লির দানবের কাছে বাংলা মাথা নত করবে না। এই আন্দোলন আমরা দিল্লিতে নিয়ে যাব। দিল্লি অচল করে দেখাব। এই দাবি দিল্লি থেকে ছিনিয়ে আনব। আমি জেদি ছেলে, দরকারে একাই যাব।” সামনেই পঞ্চায়েত ভোট তার আগেই দুর্নীতির অভিযোগে জেরবার তৃণমূল সরকার কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে নিজেদের ভীতকে মজবুত করতে চাইছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Back to top button
error: