টিডিএন বাংলা ডেস্ক : ভবানীপুর কেন্দ্রে ভোট যত এগিয়ে আসছে, ততোই বাড়ছে প্রচারের ঝাঁঝ। ওই কেন্দ্রে ঘরোয়া সভার সংখ্যা বাড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকেই এই ধরনের সভা বাড়তে চলেছে বলে দলীয় সূত্রের খবর।
করোনা আবহে প্রচারে বিধি-নিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। তাই ছোট সভার উপরে জোর দিচ্ছেন তৃণমূল নেত্রী। দলীয় সূত্রে খবর, কমপক্ষে পাঁচটি ছোট সভা নেত্রী করতে পারেন। মঙ্গলবার ৭৭ নম্বর ওয়ার্ডে একটি ঘরোয়া সভায় থাকতে পারেন মমতা। ইকবালপুরে এই সভা হওয়ার কথা। বুধবার চেতলার ৮২ নম্বর ওয়ার্ডে অহীন্দ্র মঞ্চে একটি ঘরোয়া সভা করতে পারেন। কথা বলবেন ভোটারদের সঙ্গে। এই দুটি ঘরোয়া সভাতেই উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম। কারণ এই দুটি এলাকার দায়িত্ব তার উপরেই রয়েছে। এছাড়া সুব্রত বক্সি সহ তৃণমূলের অন্যান্য নেতাদেরও থাকার কথা। বৃহস্পতিবার ভবানীপুরের চক্রবেরিয়ায় আরও একটি সভা করবেন মমতা। এই অঞ্চল ৭০ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। যেখানে গত বিধানসভা নির্বাচনে ভালো লিড পেয়েছিল বিজেপি। তৃণমূলের দক্ষিণ কলকাতার জেলা সভাপতি দেবাশিস কুমার এই ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন। ২৫ তারিখ বিকেলের দিকে ৬৩ নম্বর ওয়ার্ডে সভা করার কথা মমতার। বর্ষিয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায় এই ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন। মমতার প্রচারের যে নির্ঘণ্ট আপাতত তৈরি করা হয়েছে, তাতে নিজের বাড়ি যে এলাকায়, সেই ৭৩ নম্বর ওয়ার্ডে তিনি শেষ সভাটি করবেন। হরিশ মুখার্জি রোডে কোনও প্রেক্ষাগৃহে অথবা পার্কে এই সভা হতে পারে। আর এর ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়।
মমতার পাশাপাশি ঘরোয়া সভা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। এরমধ্যে প্রথম সভাটি করেছেন শনিবার।