HighlightNewsরাজ্য

‘কংগ্রেসকে প্রতিদান মমতার’, কৌস্তভের গ্রেফতারির মামলায় প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দুর

টিডিএন বাংলা ডেস্ক: আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচীর গ্রেফতারের ঘটনায় এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, কৌস্তুভের গ্রেফতারি ‘কংগ্রেসকে প্রতিদান মমতার’। শুধু তাই নয়, শুভেন্দু মনে করিয়ে দিলেন মমতার প্রতি কংগ্রেসের অবদানের কথা। তিনি বলেন, ‘সঠিক সময়ে কংগ্রেসকে প্রতিদান দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

শুভেন্দু বক্তব্য, ‘ভবানীপুরের উপ নির্বাচনে, কমপার্টমেন্টাল চিফ মিনিস্টার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দিতা করেছিলেন। এমএলএ হওয়ার জন্য, মুখ্যমন্ত্রীত্ব পদ বাঁচানোর জন্য তখন এই প্রদেশ কংগ্রেস প্রকাশ্যে প্রার্থী না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন ঘোষণা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সঠিক সময়ে কংগ্রেসকে তাঁর প্রতিদান দিচ্ছেন এবং আমি আশা করব, যেভাবে কংগ্রেসের সর্ব ভারতীয় নেতা কপিল সিব্বল বা মনু সিংভি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারকে নানাভাবে সাহায্য করছেন প্রতিদিন, ঠিক একইভাবে কৌস্তভ বাগচীকে, তাঁদেরই সহকর্মী, কপিল সিব্বল বা মনু সিংভি-র সহকর্মী, তাঁকেও সাহায্য করবেন, তার দ্রুত জামিনে মুক্তি পাওয়ার বিষয়ে।’
উল্লেখ্য, গতকাল মাঝরাতে কৌস্তভের বাড়িতে আচমকাই পুলিশের হানা এবং তারপর রাতভর জিজ্ঞাসাবাদের পর কৌস্তভ গ্রেপ্তারের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে লেখা বই ছড়িয়ে দেওয়ার অভিযোগে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয় তাঁর বিরুদ্ধে। যদিও এদিন, ব্যাংকসাল আদালতে পেশ করার পর কৌস্তভের বিরুদ্ধে পুলিশের কোনো সওয়ালই ধোপে টেকেনি। জামিন পান কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী।

Related Articles

Back to top button
error: