মানস ভুঁইয়ার আসনে রাজ্যসভায় প্রার্থী কে? এবারও থাকছে চমক

টিডিএন বাংলা ডেস্ক : হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে ভোটের দিন ঘোষণা হয়েছে। এবার রাজ্যসভায় মানস ভুঁইয়ার ছেড়ে দেওয়া আসনে ভোটের দিনক্ষণ জানাল নির্বাচন কমিশন। রাজ্যসভায় তাঁর জায়গায় প্রার্থী কে হবেন? তৃণমূল সূত্রে খবর, খুব শীঘ্রই প্রার্থীর নাম ঘোষণা করা হবে। কিন্তু প্রার্থীর নাম নিয়ে শুরু জোর জল্পনা কিছুদিন আগেই হয়েছে রাজ্যসভায় নির্বাচন। তৃণমূল নেতা দীনেশ ত্রিবেদী ফুলবদল করতেই, সেই আসনে কাকে প্রার্থী করবে দল তা নিয়ে একাধিক নাম উঠে আসে। তারমধ্যে যেমন নাম ছিল প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের, তেমনি নাম ছিল প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী যশবন্ত সিনহার। কিন্তু সব জল্পনায় জল ঢেলে চমক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই আসনে প্রার্থী করা হয় চরম মোদিবিরোধী একজন মুখকে। জহর সরকার মনোনীত হতেই রাজনৈতিক পর্যবেক্ষকরাও তাতে সম্মতি দেয়। এবার ফাঁকা হয়েছে মানস ভুঁইয়ার রাজ্যসভার পদটি। কারণ তিনি এখন সবংয়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী। ওই আসনেও এবার চমক থাকবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।এক্ষেত্রে কানাঘুষো শোনা যাচ্ছে একটি নাম, সমাজকর্মী সাকেত গোখেলের। তিনি একজন আরটিআই অ্যাক্টিভিস্ট। তথ্য জানার অধিকার আইনে মামলা করেন গোখেল। সাম্প্রতিক এমন অনেক মামলা তিনি করেছিলেন, যাতে জোর অস্বস্তিতে পড়ে যায় মোদি সরকার। সাকেতের মামলা নিয়ে তৃণমূলকে সাংবাদিক বৈঠক করতেও দেখা যায়।অনেকেই মনে করছেন জহর সরকারের মতো মমতা কট্টর মোদিবিরোধী কোনও মুখকেই বেছে নেবেন। তাই সাকেত গোখেলের নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে অনেকেই বলছেন, চমক দিতে মমতার জুড়ি মমতাই। সেক্ষেত্রে সাকেল গোখেল নাকি অন্য কেউ জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই।