দেশ

আফগানদের ভারত সফরে বাধ্যতামূলক ই-ভিসা

টিডিএন বাংলা ডেস্ক : আফগান নাগরিকদের ভারতে আসার জন্য ই-ভিসা বাধ্যতামূলক করল কেন্দ্র। বুধবার এমনই নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, নিরাপত্তার প্রয়োজনেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। নির্দেশিকায় এও বলা হয়েছে, আগে দেওয়া সব ভিসা বাতিল করা হল।

আফগান নাগরিকদের এখন ই-এমার্জেন্সি এক্স মিক্স ভিসা দেওয়া হচ্ছে। যারা আফগানিস্তান থেকে ফিরছেন, তারা এই ভিসার জন্য আবেদন জানাতে পারবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, সম্প্রতি কয়েকজনের আফগানের ভিসা হারিয়ে যায়। সেই আফগান নাগরিকদের জন্য অতীতে ইস্যু করা সব ভিসা বাতিল করা হয়। যেসব আফগান নাগরিকরা এই মুহূর্তে দেশের বাইরে আছেন, তারা এই ভিসার জন্য আবেদন করতে পারেন।কাবুলে ভারতীয় দূতাবাস বন্ধ থাকায় ভিসার জন্য আবেদন করতে হবে অনলাইনে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই ভিসার আবদেন খতিয়ে দেখার পর সম্মতি দেবে। ভিসার মেয়াদ ছ মাস।

কেন্দ্রীয় সরকার ভিসার নয়া বিধির কথা ঘোষণা করলেও আফগান নাগরিকরা কী ভাবে ভারতে ফিরবেন, সেটাই প্রশ্ন। কারণ মঙ্গলবারই তালিবানের মুখপাত্র জাবিদুল্লাহ মুজাহিদ সাংবাদিক বৈঠক করে বলেন, কাবুল বিমানবন্দরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। নিজেদের দেশের উদ্ধারকারী বিমান ধরতে বিদেশীদের বিমানবন্দরে যেতে দেওয়া হলেও আফগানবাসীদের ওই রাস্তা ব্যবহার করতে দেওয়া হবে না, তাদের বিমানবন্দরে যেতে দেওয়া হবে না।সেই সঙ্গে মুজাহিদের আবেদন, যে আফগান বাসিন্দারা বিমানবন্দরে ভিড় জমিয়েছেন, তারা ফিরে আসুন।আফগানিস্তানের চিকিৎসক ও শিক্ষকরা দেশ ছেড়ে যেতে পারবেন না। তাদের কাজ চালিয়ে যেতে হবে। এর পরদিনই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নয়া ভিসা নীতি ঘোষণা করল।

Related Articles

Back to top button
error: