অতি বৃষ্টিতে বিপর্যস্ত মণিপুর, ধসে ১৪ জনের মৃত্যু, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা

টিডিএন বাংলা ডেস্ক: অসমের পর অতি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মণিপুর। বৃষ্টির জেরে নেমেছে ধস। যার ফলে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বিপর্যস্ত হয়ে পড়েছে মণিপুরের জনজীবন। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কাদা-মাটির নীচে চাপা পড়ে আছেন অসংখ্য মানুষ। মণিপুরে দুর্যোগের কারণে ব্যাহত হচ্ছে রেল পরিষেবা। ট্র্যাকে জল জমে যাওয়ার কারণে বেশ কিছু লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

এছাড়া ভূমিধসের কারণে নদীর উপর নির্মিত বাঁধ ভেঙ্গে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যে কারণে প্রশাসন ইজেই নদীর ভাটিতে বসবাসকারী বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। উদ্ধারকার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। কেন্দ্র ও রাজ্যের উদ্ধারকারী বাহিনীর তৎপরতায় অনেক মানুষকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। সরকারের তরফে ইতিমধ্যে এই দুর্ঘটনায় মৃতদের জন্য ৫ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।