HighlightNewsদেশ

মণিপুর সহিংসতা: রাজ্যে ইন্টারনেট নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের

টিডিএন বাংলা ডেস্কঃ মণিপুরে সহিংসতা শুরু হওয়ার পর ৩মে থেকে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট পরিষেবার ওপর বর্তমান নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছে। আবেদনকারীর আইনজীবী চোংথাম ভিক্টর সিং এবং ব্যবসায়ী মায়েংবাম জেমস উল্লেখ করেছেন যে ‘পরিস্থিতির একটি স্পষ্ট এবং স্বীকার করা ডি-স্কেলেশন’ সত্ত্বেও, মণিপুর সরকার বারবার রাজ্যব্যাপী ইন্টারনেট বন্ধের আদেশ জারি করেছে। আবেদনে বলা হয়েছে, “শাটডাউনের ফলে শুধুমাত্র তাঁরা [রাজ্যের বাসিন্দারা] ভয়, উদ্বেগ, অসহায়ত্ব এবং হতাশার অনুভূতি অনুভব করেননি, তাঁরা তাঁদের প্রিয়জন বা অফিসের সহকর্মী, ব্যক্তিগত, পেশাদার, এবং সামাজিক সম্পর্কের সঙ্গে যোগাযোগ করতেও অক্ষম হয়েছেন। উপরন্তু, তাঁরা তাঁদের সন্তানদের স্কুলে পাঠাতে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবেশ করতে, অর্থপ্রদান গ্রহণ বা পাঠাতে, প্রয়োজনীয় সরবরাহ এবং ওষুধ পেতে এবং আরও অনেক কিছু করতে অক্ষম হয়েছেন, তাঁদের জীবন ও জীবিকা স্থবির হয়ে পড়েছে।”

উল্লেখ্য, চলতি বছরের মার্চে, মণিপুর হাইকোর্টের বিচারপতি এমভি মুরালিধরন মণিপুর সরকারকে ‘মিতেইয়ের অন্তর্ভুক্তি’-র বিষয়ে বিবেচনা করার নির্দেশ দিয়েছিলেন।

Related Articles

Back to top button
error: