টিডিএন বাংলা ডেস্ক : টানা ১৭দিন পর এইমস থেকে বাড়ি ফিরলেন মনমোহন সিং। ১৩ অক্টোবর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় দিল্লির এইমসে ভর্তি করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে।রবিবার বাড়ি ফেরার অনুমতি পান তিনি।
সম্প্রতি জ্বর আসে প্রাক্তন প্রধানমন্ত্রীর। শারীরিকভাবেও বেশ দুর্বল হয়ে পড়েন তিনি। চিকিৎসকদের পরামর্শে ১৩ অক্টোবর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়।তাঁকে সব সময় পর্যবেক্ষণের দরকার বলে জানান চিকিৎসকেরা। সেই মতো কার্ডিওলজির প্রফেশর ডা. নীতিশ নায়েকের নেতৃত্বাধীন চিকিৎসকদের একটি টিম গঠন করা হয়।
প্রসঙ্গত, ৮৯ বছর বয়সি প্রাক্তন প্রধানমন্ত্রী দুটি ভ্যাকসিন নেওয়ার পরেও এপ্রিল মাসে করোনা ধরা পড়ে। বেশ কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফিরেছিলেন তিনি।দিন দশেক আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মনমোহন সিং। অবশেষে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হলে স্বস্তি ফিরল পরিবারে।