টিডিএন বাংলা ডেস্ক : গোয়া বিধানসভা ভোটের টিকিট পেলেন না মনোহর পারিক্করের ছেলে। পানাজি কেন্দ্র থেকে দাঁড়ানোর ইচ্ছা ছিল তার। সূত্রের খবর, ইচ্ছার কথা তিনি শীর্ষ নেতৃত্বকে জানিয়েও ছিলেন। কিন্তু তার সেই ইচ্ছায় পাত্তা দিল না দল।
গোয়ার আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি কেন্দ্রীয় নেতৃ্ত্ব প্রার্থী করেছে অ্যাটান্যাসিও ‘বাবুশ’ মনসেরাট্টেকে। আগে তিনি ছিলেন কংগ্রেসে। রাজনৈতিক মহলের একাংশের মতে, দলবদলুর মান রাখতেই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে পানাজি কেন্দ্রে প্রার্থী করেছে। তবে উৎপল পারিক্করকে টিকিট না দিয়ে, ভবিষ্যতে চাপে পড়তে পারে বিজেপি। মত রাজনৈতিক মহলের। যারা আভাস তিনি বৃহস্পতিবারই দিয়েছেন। সংবাদমাধ্যমকে উৎপল বলেন, “আমি আমার পরবর্তী পদক্ষেপ কয়েকদিনের মধ্যে জানাব।”
সূত্রের খবর, ভোটে উৎপল যে লড়তে চান, তা মোদি শাহেরও অজানা ছিল না। পারিক্কর পুত্র নিশ্চিত ছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে দল তাকে প্রার্থী করবে দল। শুরু করেছিলেন জনসংযোগও। বৃহস্পতিবার সেই আশায় যবনিকাপাত।