HighlightNewsদেশ

১৯ তারিখ ডিজিপি বৈঠকে থাকবেন মনোজ মালব্য

টিডিএন বাংলা ডেস্ক : ১৯ নভেম্বর ডিজিপিদের সর্বভারতীয় সম্মেলন। উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনউতে ওই সম্মেলনের কথা। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই সম্মেলনে বাংলার আইপিএস অফিসারদের মধ্যে উপস্থিত থাকবেন মনোজ মালব্য।

ইউপিএসসি প্যানেল জটিলতার জেরে বাংলায় স্থায়ী ডিজিপি নিয়োগ করা হয়নি। বাংলার আইপিএস অফিসারদের মধ্যে সিনিয়র হওয়ার সুবাদে মনোজ মালব্য কার্যনির্বাহী ডিজিপি হিসেবে কাজ চালাচ্ছেন। ১৯ তারিখ লখনউর বৈঠকে যোগ দেবেন মালব্য। এমনই খবর নবান্ন সূত্রে।

সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গ ক্যাডারের সদ্য নিযুক্ত আইএএস অফিসারদের দিল্লিতে কেন্দ্রীয় সরকারের ট্রেনিংয়ে যোগ না দেওয়ার নজির রয়েছে বাংলায়। ফলে কার্যনির্বাহী ডিজিপি হিসেবে মনোজ মালব্যকে সম্মেলনে যোগ দেওয়ার অনুমতি দেয় কিনা রাজ্য, এখন সেটাই দেখার। তবে সর্বভারতীয় ওই সম্মেলনে মালব্যর দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ অনুমতি না দিলে ফের রাজ্যের স্থায়ী ডিজিপি নিয়োগ নিয়ে কেন্দ্র-রাজ্য নতুন লড়াই শুরু হতে পারে।

Related Articles

Back to top button
error: