টিডিএন বাংলা ডেস্ক : ১ নভেম্বর শিখবিরোধী দাঙ্গার ৩৭ বছর পূর্ণ হচ্ছে। অথচ দাঙ্গায় ক্ষতিগ্রস্ত বহু পরিবার এখনও ক্ষতিপূরণের টাকা পায়নি। এত বছর পরও কেন ক্ষতিপূরণের টাকা দেওয়া গেল না সেই প্রশ্ন তুলে দিল্লি, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, হরিয়ানার মতো ৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরকে চিঠি লিখল জাতীয় সংখ্যালঘু কমিশন।
কমিশনের চেয়ারপার্সন সর্দার ইকবাল সিং বলেন, “সম্প্রতি তিলক নগর গিয়েছিলাম। অনেকেই বলেন তারা ক্ষতিপূরণ পাননি। বাড়ির মালিকানাও হাতে আসেনি। কোনও ক্রমে সংসার চালাচ্ছেন তারা।” তার দাবি, চুরাশির ওই দাঙ্গায় হরিয়ানাতে অন্ততপক্ষে ৩৭ জন মারা গিয়েছিল। ৬-টি পরিবার এখনও তার ক্ষতিপূরণ পায়নি।
দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন প্রকল্প ঘোষণা করেছিল কেন্দ্র। এত দিন পেরিয়ে গেলেও বহু রাজ্যে অনেকেই ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ জমা পড়েছে সংখ্যালঘু কমিশনের কাছে। তার ভিত্তিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।