টিডিএন বাংলা ডেস্ক : সরকারের তরফে দেওয়া হচ্ছে বিনামূল্যে করোনার ভ্যাকসিন। তাই অযথা পয়সা খরচ করে টিকা নেওয়ার ঝোঁক কমছে মানুষের মধ্যে। সেই কারণে দেশের বেশ কিছু বেসরকারি হাসপাতাল বরাত বাতিল করল স্পুটনিক ভি-এর।
এই প্রসঙ্গে পুনের ভারতী বিদ্যাপীঠ মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার জিতেন্দ্র ওসওয়াল বলেন, স্পুটনিক ভি- এর চাহিদা আর আগের মতো নেই। এখন অনেকটাই এর প্রয়োজন ফুরিয়েছে। তাছাড়া ১ শতাংশেরও কম মানুষ স্পুটনিক-ভি নিতে চাইছেন। পুনের মতো হায়দারাবাদের ২টি হাসপাতাল এই একই পথে হেঁটেছে। তালিকায় রয়েছে আরও বেশ কিছু বেসরকারি হাসপাতাল।
বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, আমাদের দেশের যে আবহাওয়া তাতে স্পুটনিক ভি সংরক্ষণ করা বেশ কঠিন কাজ। তাছাড়া বেসরকারি ক্ষেত্রে কোভিশিল্ডের থেকে স্পুটনিক ভি-এর দাম ৪৭% বেশি। টিকা সমস্যা দেখা দেওয়ায় অনেকেই এই রাশিয়ান টিকা নিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলেছে। তাই পকেটের টাকা খসিয়ে কেউ আর টিকা নিতে বেসরকারী হাসপাতালমুখি হচ্ছেন না। পরিসংখ্যান বলছে, মে থেকে বিগত সপ্তাহ পর্যন্ত দেশে মাত্র ৬% টিকাকরণ বেসরকারি হাসপাতালে হয়েছে।