দুর্ঘটনার জেরে বাতিল বহু ট্রেন, সমস্যায় যাত্রীরা

টিডিএন বাংলা ডেস্ক: ওড়িশ্যার বালেশ্বরে আপ করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের মর্মান্তিক দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে অসংখ্য ট্রেন। যার মধ্যে আছে পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন থেকে থেকে ছাড়া বহু ট্রেন। যার ফলে ব্যাপক সমস্যার সম্মুখিন হতে হচ্ছে যাত্রীদের। আজ শনিবার হাওড়া স্টেশন চত্বরে অসংখ্য যাত্রীদের ভিড় চোখে পড়ার মত। অনেকেই এখানে পৌছে জানতে পেরেছেন ট্রেন বাতিলের খবর। তারা অপেক্ষা করছেন এই আশায় যে হয় তো কর্তৃপক্ষ কোনো আশার বানি শোনাবেন। যাত্রীরা ভিড় জমিয়েছেন হেল্প ডেস্ক গুলিতে। রেলের তরফে এদিন হাওড়া থেকে 12837 পুরী এক্সপ্রেস, 12863 যশবন্তপুর এক্সপ্রেস, 02837 সাঁতরাগাছি এক্সপ্রেস, 20831 শালিমার সম্বলপুর এক্সপ্রেস বাতিল করার কথা ঘোষণা করা হয়।