টিডিএন বাংলা ডেস্ক : ফের সংবাদ শিরোনামে আলোয়ার! ১৭ বছরের এক কিশোরকে পিষে মারল একটি ট্রাক। পরিবারের অভিযোগ, গোরক্ষকরাই এর নেপথ্যে। এই ঘটনার তদন্তে নেমে ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ অভিযুক্ত পলাতক। পরিবারের অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তদন্তকারীরা।
সাল ২০১৮। আলোয়ারে রাকবর খানের মব লিঞ্চিং-এর ঘটনা। যা সব কটি সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসে। এর ঠিক আগের বছর, অর্থাৎ ২০১৭ তে গণপ্রহারে মারা যান পেহলু খান। এবারও সেই আলোয়ার।সাল ২০২১। এবারও প্রায় একই ঘটনা। ট্রাকে পিষে খুনের অভিযোগ উঠল একাদশ শ্রেনির এক ছাত্রকে। মৃতের নাম সাবির খান। ১২ সেপ্টেম্বর ঘটনাটি ঘটে আলোয়ার জেলার ভিয়াডিতে। সাবিরের পরিবারের অভিযোগ, চার-পাঁচদিন আগে উগ্রভাবে গাড়ি চালানোকে কেন্দ্র করে পাশের গ্রামের অনিল নামে এক বজরং দল কর্মীর সঙ্গে বচসা হয় সাবিরের। পরিবারের আরও অভিযোগ, অনিল হুমকি দেয় আজকের পর এই পথে তাকে দেখলে গাড়ি চাপা দেবে। সাবির তার কিছুই করতে পারবে না। কারণ সে বজরং দলের কর্মী। গোরক্ষকদের সঙ্গেও তার সখ্যতা আছে।
যে সময় তাকে এই হুমকি দেওয়া হয়েছিল, তখন সেখানে ছিলেন সাবিরের বন্ধু মুহাম্মদ আলিম। ২০ বছরের ওই যুবকের অভিযোগ, ওই রাস্তায় আমরা প্রায় দৌড়াতাম। কিছুদিন আগে অনিলের সঙ্গে উগ্রভাবে গাড়ি চালানোর ঘটনাকে কেন্দ্র করে আমাদের কথা কাটাকাটি হয়। কারণ আমরা অনিলকে এতো জোরে গাড়ি চালাতে বারণ করেছিলাম। রবিবার সাবিরকে চাপা দেওয়ার পর হঠাৎ অনিল ট্রাকটি আমার পাশে থামায়। গাড়ির ভেতর থেকে সে জানায়, সাবিরকে গাড়ি চাপা দিয়েছে সে। আলিম আরও জানায়, অনিল প্রথমে সাবিরকে চাপা দেয়। তারপর অনিলের বন্ধুরা পিষে দেয় সাবিরকে।
ভিয়াডির সার্কেল অফিসার হরিরাম কুমাওয়াত জানিয়েছেন, ১৫টি ট্রাক গরু নিয়ে যাচ্ছিল। হরিয়ানার ন্যুতে গাড়িটি একটি গাছে ধাক্কা মারে। গরু পাচারের তদন্তে নেমেছে পুলিশ। সাবিরের পরিবার বুঝে পাচ্ছেন না, এই ঘটনার সঙ্গে কীভাবে গরু পাচারের ঘটনা জড়াল!