নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: কেন্দ্র সরকারের নয়া কৃষি আইন বাতিলের দাবীতে দেশ জুড়ে কৃষক আন্দোলন চলছে। আর সেই আন্দোলনকে সমর্থন জানাতে ও তা বাতিল করার দাবীতে গণধর্ণা মঞ্চের আয়োজন করলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। বুধবার থেকে শুরু হওয়া মালদা জেলার সামসীতে এই ধর্ণায় সামিল হন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদক মুহা: শাহজাহান আলী, আবু তাহের আনসারী, ফ্রাটারনিটি মুভমেন্ট এর রাজ্য সভাপতি আরাফাত আলী, ফিটুর রাজ্য সভাপতি সেখ মোজাফ্ফার, পার্টির মালদা জেলা সভাপতি ইউসুফ আলী, জেলা সম্পাদক জানিউল ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা।