ভোটের আগে মাষ্টারস্ট্রোক! সম্প্রসারণ যোগী মন্ত্রিসভার
টিডিএন বাংলা ডেস্ক : আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। তার আগে জাতপাতের রাজনীতির কথা মাথায় রেখে সম্প্রসারিত হল যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা। তাতে সবথেকে বড় চমক কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা জিতিন প্রসাদের অন্তর্ভুক্তি। তাঁকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রসারিত মন্ত্রিসভায় জিতিন প্রসাদ সহ ৭জন জায়গা পেয়েছেন। তবে জিতিন ছাড়া সকলেই রাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।
বেশ কিছুদিন ধরেই চলছিল জোর জল্পনা।২২-এর মহারণের আগে সম্প্রসারিত হতে পারে যোগীর মন্ত্রিসভা। সেই জল্পনাতেই রবিবার সিলমোহর। সূত্রের খবর, নয়া মন্ত্রিসভায় কারা কারা আসবেন, তাদের খসড়া তৈরি করেছিলেন যোগী। তালিকা নিয়ে আলোচনা করেন মোদির বিশ্বস্ত সেনাপতি অমিত শাহের সঙ্গেও। ওই বৈঠকে ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সুনীল বনসল প্রমুখরা। সেই বৈঠকেই যোগীকে পরামর্শ দেওয়া হয় ব্রাহ্মণ সম্প্রদায়ের ভোটবাক্সের কথা খেয়াল রেখে জিতিনকে পূর্ণমন্ত্রী করার জন্য। এদিন জিতিন প্রসাদকে গান্ধি অডিটোরিয়ামে শপথবাক্য পাঠ করান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। জিতিন প্রসাদ ছাড়াও নয়া মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ছত্রপাল সিং, পলটু রাম, সংগীতা বলবন্ত, সঞ্জীব কুমার, দীনেশ খাতিক এবং ধরমবীর প্রজাপতি। এদিন প্রত্যেকেই শপথ নিলেন।
ছত্রপাল সিং ছিলেন একসময় মায়াবতী ঘনিষ্ঠ নেতা। দলিত সম্প্রদায়ের ভোট টানতে তাঁর জুড়ি মেলা ভার। একই হিসাব মাথায় রাখা হয়েছে ধরমবীর প্রজাপতির ক্ষেত্রেও। অন্যদিকে পলটু রাম, সংগীতা বলবন্ত ও দীনেশ খাতিক হলেন তফশিলী উপজাতি।সংগীতা বলবন্ত অন্যান্য অনগ্রসর শ্রেণির সদস্য।