HighlightNewsদেশ

বুল্লি বাই’ অ্যাপকাণ্ডে নয়া মোড়, অসম থেকে গ্রেফতার মাস্টারমাইন্ড

টিডিএন বাংলা ডেস্ক : বুল্লি বাই’ অ্যাপকাণ্ডে নয়া মোড়। অবশেষে পুলিশের জালে ধরা অ্যাপের নির্মাতা। অ্যাপকাণ্ডে মূল অভিযুক্ত নীরজ বিষ্ণোইকে অসম থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

ইতিমধ্যেই শিবসেনা সাংসদ এবং অন্যান্য রাজনৈতিক দল প্রতিবাদ করে। এরপরই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক চটজলদি পদক্ষেপ নিয়ে অ্যাপটি ব্যান করে দিয়েছিল। দিল্লি পুলিশের সাইবার শাখা এই অ্যাপ তৈরির পিছনের মূল অভিযুক্তের খোঁজে তদন্ত চালাচ্ছিল। অবশেষে সাফল্য।এই মামলায় পুলিশ এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে।

কে এই ২১ বছর বয়সী নীরজ বিষ্ণোই? সূত্রের খবর, অসমের দিগম্বর জোরহাটের বাসিন্দা সে। সে ভোপালের ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজির দ্বিতীয় বর্ষের ছাত্র। দিল্লি পুলিশ এবং জোরহাট পুলিশের যৌথ বাহিনী গত বুধবার ওই যুবকের বাড়িতে হানা দেয়। সেখানেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। তার মোবাইল ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়। তবে ওই যুবকের বাবা দশরথ বিষ্ণোই জানিয়েছেন, “তার ছেলে সম্পূর্ণ নির্দোষী।

পড়াশোনা সূত্রে দিনের বেশিরভাগ সময় অনলাইন ক্লাস করে এবং ল্যাপটপ নিয়ে কাজ করে। তার ছেলে ১২ ক্লাসের পরীক্ষায় ৮২ শতাংশ নম্বর নিয়ে পাস করেছে। সে এমন অনৈতিক কাজ করতেই পারে না।” দাবি ধৃতের বাবার।

Related Articles

Back to top button
error: