Highlightরাজ্য

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি পরিবর্তনের পর গণিত শিক্ষককে বরখাস্তের রায়

টিডিএন বাংলা ডেস্ক: এসএসসি নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় বিচারপতি পরিবর্তনের পর প্রথম দিনেই বেআইনিভাবে নিয়োগের দায়ে গণিত শিক্ষক সিদ্দিক গাজি নামে এক ব্যক্তিকে বরখাস্তের রায় দিল বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ। এসএসসি’র শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের একের পর এক রায়ে অস্বস্তিতে পড়ে যায় রাজ্য সরকার। একাধিক নেতা মন্ত্রীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যার ফলে বিচারপতির নিরপেক্ষতা নিয়েও পরোক্ষে প্রশ্ন তুলে ছিলেন অনেকেই। এরপর এসএসসি নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে ট্রান্সফার করা হয়।

সেই নতুন বেঞ্চে এসএসসি নিয়োগ দুর্নীতির একটি নতুন মামলা দায়ের হয়। মামলাকারীর অভিযোগ ছিল, নবম দশমের শিক্ষক নিয়োগের মেধাতালিকায় তাঁর নাম ২০০ নম্বর স্থানে থাকলেও তিনি নিয়োগপত্র পাননি। অথচ ২৭৫ নম্বরে নাম থাকা সিদ্দিকি গাজি গণিতের শিক্ষক হিসাবে নিযুক্ত হন। অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার সেই মামলার রায়ে বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ দিয়েছেন, গণিত শিক্ষক সিদ্দিকি গাজির চাকরি বাতিল করতে হবে। মধ্যশিক্ষা পর্ষদকে এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নতুন বেঞ্চের প্রথম রায়ই স্কুল সার্ভিস কমিশনকে অস্বস্তিতে ফেললো। প্রসঙ্গত, এসএসসি’র শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় এখনও পর্যন্ত প্রায় ৭০০ জনকে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Related Articles

Back to top button
error: