টিডিএন বাংলা ডেস্ক : ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর অযোধ্যায় স্লোগান ওঠে, “ইয়ে সিরফ ঝাকি হে, কাশী মথুরা বাকি হে।” দক্ষিণপন্থীদের সেই শ্লোগানের প্রতিধ্বনি শোনা গেল উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর টুইটে। তার বক্তব্য, অযোধ্যা এবং কাশিতে বিশাল মন্দির গড়ার কাজ চলছে। মথুরাতেও প্রস্তুতি শুরু।
সামনের বছর উত্তরপ্রদেশ নির্বাচন। সেই নির্বাচনে মথুরাতে মন্দির নির্মাণ বিজেপির প্রচার অভিযানের মূল স্লোগান হয়ে উঠতে চলেছে। এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী। টুইটারে মৌর্যর ওই বক্তব্য রাজনৈতিক মহলে জল্পনার সৃষ্টি করেছে। সোমবার বাবরি ধ্বংসের ২৯ তম বর্ষপূর্তি। তার ঠিক ৫ দিন আগে মথুরা নিয়ে মৌর্যের এই ইঙ্গিত বিশেষ গুরুত্ব বহন করছে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।
অখিল ভারত হিন্দু মহাসভা ৬ তারিখকে বেছে নিয়েছিল কৃষ্ণ জন্মভূমির পাশে থাকা শাহি ইদগাহ মসজিদে কৃষ্ণ মূর্তি স্থাপনের জন্য। সামনেই উত্তরপ্রদেশের ভোট। মথুরার মন্দির নিয়ে দক্ষিণপন্থীদের এই উৎসাহ দেখে, বিশেষজ্ঞদের ব্যাখ্যা পুরনো মন্দির রাজনীতির তাসেই বাজিমাত করতে চাইছে বিজেপি। অযোধ্যার বাবরি মত মথুরাতে কাটরা কেশব দেও মন্দির চত্বরে শাহি মসজিদ ইদগা নিয়ে বিতর্ক রয়েছে। ওই মসজিদ ভেঙ্গে ফেলার জন্য আদালতে বহু আর্জি জমা পড়েছে। এমনকি এএসআই-কে দিয়ে খননকার্য চালানোর অনুমতি চাওয়া হয়েছে। এই পরিস্থিতিতে উপ মুখ্যমন্ত্রীর ওই উক্তি জল্পনা আরও বাড়িয়ে দিল।