সম্পূর্ণ সুস্থ আছেন উপমহাদেশের প্রখ্যাত ইসলামিক প্রচারক মাওলানা তারিক জামিল, সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবর ভিত্তিহীন

টিডিএন বাংলা ডেস্ক: তবলীগ জামাতের আমির তথা উপমহাদেশের বিখ্যাত ইসলামি প্রচারক মাওলানা তারিক জামিলের পথ দুর্ঘটনায় আহত হওয়ার সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন। রবিবার বিকালে মাওলানা তারিক জামিলের অফিসিয়াল ফেসবুক থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে একথা স্পষ্ট করে দেওয়া।

একটি ছবিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় এদিন ঝড়ের বেগে একটি গুজব ছড়িয়ে পড়ে যে মাওলানা সাহেব সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে আহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবির ব্যক্তিটি মাওলানা তারিক জামিলের মতই দেখতে। স্ট্রেচারে সুইয়ে রাখা ওই ব্যক্তির মাথায় ক্ষত, শরীর রক্তে রঞ্জিত।

জানা যায় যে ওই ছবিটি দুবছরের পুরানো এবং ছবিটিতে যে ব্যাক্তিকে দেখা যাচ্ছে তাঁর নাম আজাদ জামিল। তাঁর সঙ্গে তারিক জামিলের মুখের মিল থাকলেও দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই।

তারিক জামিলের ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে বিষয়টির স্পষ্টীকরণ করা হয়।

৬৮ বছর বয়সী মাওলানা তারিক জামিলের উপমহাদেশ তথা বিশ্বে লক্ষ-লক্ষ অনুগামী ও গুণমুগ্ধ ভক্ত আছেন।