টিডিএন বাংলা ডেস্ক : আজ ২১ ডিসেম্বর ২০২১ সকালেই খবর পাওয়া গেল বিশিষ্ট আলেম এ দ্বীন মাওলানা ইউসুফ ইসলাহী সাহেব এ দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দিয়েছেন। মাওলানা ছিলেন জামায়াতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য। তিনি শুধু ভারত নয়,ইউরোপ আমেরিকা সহ উপমহাদেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীন হিসাবে পরিচিত ছিলেন। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা। তার সহজ সরল ভাষায় লেখা গ্রন্থ গুলি ছিল খুব জনপ্রিয়। তাঁর লেখা আদাবে জিন্দেগী ভারতের প্রায় সকল ভাষায় অনুবাদ হয়েছে। তাঁর মৃত্যুতে মিল্লাত একজন গুরুত্বপূর্ণ অভিভাবক কে হারাল।